Wellcome to National Portal
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২১

সুনামী

সুনামী

সুনামি একটি জাপানি শব্দ, যার আক্ষরিক অর্থ হল পোতাশ্রয়ের/ বন্দরের ঢেউ। সমুদ্র বিজ্ঞানীরা সুনামিকে বলেন, ভূমিকম্পজনিত সামুদ্রিক ঢেউ। সাগরের তলদেশে ভহ-পেস্নটের আকম্মিক ওঠানামার কারণে এই মারাত্মক ঢেউয়ের সৃষ্টি হয়। সমুদ্রতলের আগ্নেগিরি সক্রিয়তার কারণেও খখনও কখনও এ রকম ঢেউয়ের সৃষ্টি হয়। উপকহলের কাছাকাছি বা সমুদ্র তলদেশে সাত এর অধিক মাত্রার ভহমিকম্প, আগ্নেগিরির অগ্নুৎপাত, ভূমি ধস এবং সমুদ্রে বিশাল আকৃতির উল্কাপিন্ডের পতন ইত্যাদির যে কোন একটি ঘটনা সুনামির সৃষ্টি করতে পারে।

সুনামির আগে তটরেখা থেকে পানি হঠাৎ করে  দ্রম্নত অনেক দূরে সরে যায়। পরে আবার বিশাল ঢেউয়ের আকারে ফিরে আসে। তটরেখা থেকে পানি অনেক দূওে নেমে গেলে বুঝা যায় সুনামি হবে। সাগর তলদেশে ভূমিকম্প হলে এখন সুনামির হুঁশিয়ারী দেযা হয়।

সুনামি এবং ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছাস উপকহলীয় অঞ্চলে একই ধরণের ক্ষতিসাধন করে থাকে। উপকুলীয় যে সকল এলাকা সুনামির জন্য ঝুঁকিপূর্ণ  সে সকল অঞ্চলে ঘূর্ণিঝড় প্রস্ত্ততি কর্মসুচী কাজ করে  থাকে। সিপিপি স্বেচ্ছাসেবকদের সুনামি মোকাবেলা সম্পর্কিত বিষয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করা হলে সে সেক্ষেত্রে তারা সুনামিজনিত দুর্যোগ থেকে উপকহলীয় জনসাধারনের জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি রক্ষা করা সম্ভব হবে। সে ধারনার পরিপ্রেক্ষিতে সিডিএমপি ফেউজ-১ এর আওতায় ২০০৯-২০১০ অর্থ বছরে সিপিপি স্বেচ্ছাসেবকদেরকে ১ দিনের সুনামি মোকাবেলার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তীতে  স্বেচ্ছাসেবকদের  প্রশিক্ষণের মডিউলে সুনামি বিষয়টি অন্তভূর্ক্ত করা হয়।

 

2021-06-02-06-02-76df9e21d4265b123037fc2327026b94.jpg 2021-06-02-06-02-76df9e21d4265b123037fc2327026b94.jpg