কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৬ মে, ২০২১ এ ০৪:২১ PM
কন্টেন্ট: পাতা
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পলিসি সম্পর্কিত কমিটিঃ
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ‘‘ পলিসি কমিটি’’ নামে একটি উচচ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পলিসি সম্পর্কিত কমিটির গঠন, সভা এবং দায়িত্ব ও কার্যাবলি নিম্নরুপঃ
| ১ | মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, | সভাপতি |
| ২ | সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সহ-সভাপতি |
| ৩ | চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি | সদস্য |
| ৪ | সচিব, অর্থ বিভাগ | সদস্য |
| ৫ | সচিব, কৃষি মন্ত্রণালয় | সদস্য |
| ৬ | সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় | সদস্য |
| ৭ | সচিব, তথ্য মন্ত্রণালয় | সদস্য |
| ৮ | সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ | সদস্য |
| ৯ | সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ | সদস্য |
| ১০ | সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় | সদস্য |
| ১১ | সচিব, স্থানীয় সরকার বিভাগ | সদস্য |
| ১২ | সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন | সদস্য |
| ১৩ | মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর | সদস্য |
| ১৪ | মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট | সদস্য |
| ১৫ | প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগ (যুগ্ম-সচিব পদমর্যাদার নীচে নয়) | সদস্য |
| ১৬ | প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় (যুগ্ম-সচিব পদমর্যাদার নীচে নয়) | সদস্য |
| ১৭ | পরিচালক (প্রশাসন), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি | সদস্য |
| ১৮ | যুগ্ম সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সদস্য-সচিব |
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পলিসি সম্পর্কিত কমিটির সভা
(১) বছরে অন্ততঃ দু’বার সভা অনুষ্ঠিত হবে; জরুরি প্রয়োজনে এ কমিটি বিশেষ সভা আহ্বান করতে পারবে;
(২) কমিটি প্রয়োজনে এ বিষয়ে সংশ্লিষ্ট যে কোনও ব্যক্তিকে এর সদস্য হিসেবে কোঅপ্ট করতে পারবে অথবা কমিটির সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে পারবে;
(৩) প্রয়োজনে উপকমিটি গঠন করা যাবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পলিসি সম্পর্কিত কমিটির দায়িত্ব ও কার্যাবলি
(১) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম পরিচালনার কৌশলগত নীতি নির্ধারণ;
(২) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালনার নীতি ও পরিকল্পনা মূল্যায়ন করে ‘সিপিপি’ বাস্তবায়ন বোর্ডকে কৌশলগত দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা;
(৩) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম মূল্যায়ন পূর্বক বাস্তবায়নের কৌশলগত দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা;
(৪) বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিপিপি-র কর্ম এলাকা সম্প্রসারণসহ সম্পদ ও সরঞ্জামাদির চাহিদার ভিত্তিতে সিপিপি বাস্তবায়ন বোর্ডের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের সুপারিশ করা এবং
(৫) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নীতি, পরিকল্পনা ও কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অবহিতপূর্বক এ কর্মসূচি ত্বরান্বিত করা।