কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ মে, ২০২০ এ ১২:১৮ PM

সংকেত প্রচার

কন্টেন্ট: পাতা

 সংকেত প্রচার পদ্ধতি

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আবহাওয়ার সংকেত নিম্মলিখিত ধাপে সম্পন্ন করে  থাকেঃ-

সংকেত নম্বর = ১ - ৩ হলে

ক)  একটি ঘূর্ণিঝড় সৃস্টি হয়েছে-  জনসাধারণকে প্রস্তত থাকার জন্য স্বেচ্ছাসেবকগণ মুখে মুখে ঘূর্ণি ঝড়ের সংকেত প্রচার করবেন এবং একে অপরকে জানাবেন।

খ) ঘূর্ণি ঝড়ের সর্বশেষ সংবাদ জানার জন্য নিয়মিত রেডিও শুনুন এবং টেলিভিশন দেখুন।

 

সংকেত নম্বর  = ৪  হলে

ক) মেগাফোন এবং মাইক দ্বারা উচ্চস্বরে স্থানীয় জনগণকে অবহিত করা।

খ)  ১ টি  সংকেত পতাকা উত্তোলন করা।

গ) ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসুচীর বাস্তবায়ন বোর্ডের জরুরী সভা , সিপিপি উপজেলা,ইউনিয়ন এবং ইউনিট কমিটির সভা আহবান করা হয়।

 

সংকেত নম্বর  = ৫ -৭ হলে

ক) মেগাফোন, মাইক, পাবলিক এড্রেস সিষ্টেম দ্বারা স্থানীয় জনগণকে অবহিত করা।

খ)  ২ টি  সংকেত পতাকা উত্তোলন করা।

গ)  ঘূর্ণিঝড়টি ্আঘাত হানতে যাচ্ছে বিপদ সংকেত জারি করা হয়েছে। ঘরের বাধন শক্ত করুন, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, নিরাপদ পানি ও শুকনা খাবারে ব্যবস্থা করা। 

 

সংকেত নম্বর  = ৮ -১০ হলে

ক) মেগাফোন, মাইক, পাবলিক এড্রেস সিষ্টেম দ্বারা স্থানীয় জনগণকে অবহিত করা এবং হ্যান্ড সাইরেন বাজানো।

খ)  ৩ টি  সংকেত পতাকা উত্তোলন করা।

গ)  ঘূর্ণিঝড়টি ্রআঘাত হানতে যাচ্ছে মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয় থাকুন । রেডিও শুনুন এবং টেলিভিশন দেখুন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন