ইউনিট কমিটিঃ
ঘূর্ণিঝড় প্রস্ত্ততি কর্মসূচীর মাঠ পর্যায়ে প্রতিটি ইউনিটে ১০ জন পুরম্নষ ও ১০ জন মহিলাসহ ২০ জন স্বেচ্ছাসেবক রয়েছে। উক্ত স্বেচ্ছাসেবকগণ তাদের ভোটের মাধ্যমে প্রতিটি ইউনিটে একজন ইউনিট টিম লীডার ও একজন ডেপুটি ইউনিট টিম লীডার নির্বাচন করেন। প্রতিটি ইউনিটে ৫ টি বিভাগ রয়েছে যথাঃ সংকেত, আশ্রয়, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ । প্রতিটি বিভাগে ৩ জন করে স্বেচ্ছাসেবক রয়েছে। যার মধ্যে ২ জন পুরম্নষ ও ১ জন মহিলা স্বেচ্ছাসেবক রয়েছে। ইউনিট টিম লীডার এই কমিটির সভাপতি এবং অন্যান্য স্বেচ্ছাসেবকগণ এই কমিটির সদস্য।